পুলিশি হামলার প্রতিবাদে চবি শিক্ষার্থীদের অবরোধ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ জুলা ২০২৪ ০২:০৭

পুলিশি হামলার প্রতিবাদে চবি শিক্ষার্থীদের অবরোধ

ক্যাম্পাস ডেস্ক: বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ সড়কটি অবরোধ করেন তারা। এতে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্ত কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমার বোনের রক্ত কেন? চট্টগ্রাম-কুমিল্লায় রক্ত কেন? প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,’ ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে,’ ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদের আমরা ১ নম্বর সড়ক অবরোধ করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে যাচ্ছি না।

এর আগে আজ বিকেল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম ও চবি অধিভুক্ত শিক্ষার্থীরা চট্টগ্রামের টাইগারপাস অবরোধ করতে গেলে পুলিশের লাঠিচার্জের শিকার হন আন্দোলনরতরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এর তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট অবরোধ করলেন চবির শিক্ষার্থীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ