যুগপতের শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক, কর্মসূচি নিয়ে আলোচনা

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ জুলা ২০২৪ ০২:০৭

যুগপতের শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক, কর্মসূচি নিয়ে আলোচনা

রাজনীতি ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন ৩৯টি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল শুক্রবার (১২ জুলাই)। এক বছর পূর্তির আগের দিন আবারও যুগপৎ সঙ্গীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। বৈঠকে ভারতের সঙ্গে হওয়া রেল ট্রানজিট, ব্যাংক খাতে দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা ইস্যুতে আগামীতে কী ধরনের কর্মসূচি দেওয়া যায় তার প্রস্তাবনা চাওয়া হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্য, এনডিএম ও গণফোরাম-পিপলস পার্টি সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন দলটির লিয়োজোঁ কমিটির নেতারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান independentvoice24.comবিএনপির সঙ্গে বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, আগামীতে কী ধরনের কর্মসূচি দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে চলমান আন্দোলনকে আরও বেগবান করা যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন নির্বাচনের দাবিতে, ভারতের সঙ্গে করিডোর চুক্তি, ব্যাংক খাতে দুর্নীতি, বৈদেশিক ঋণ ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আজকে তো আমাদের সঙ্গে বৈঠক হয়েছে। এখন বাকি দলগুলোর সঙ্গে বিএনপি বৈঠক করবে। তারপর এসব বিষয়ে আগামীতে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে তা চূড়ান্ত হবে।

প্রাথমিকভাবে মিছিল-মিটিং, অবরোধ ও মানববন্ধন ইত্যাদি কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলেও যোগ করেন সুব্রত চৌধুরী।

বিএনপির মিডিয়া সেলের পক্ষে থেকে জানানো হয়, বৈঠকে শরিক দলগুলোর মধ্যে অংশ নেয় বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারি, কো-চেয়ারম্যান এ আর জাফর উল্লাহ চৌধুরী, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, মহাসচিব মোমিনুল আমিন, ভাইস চেয়ারম্যান মো. ফারুক-উজ-জামান চৌধুরী প্রমুখ।

আর বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।

বলেন, ৩১ দফা ও ১ দফা ঘোষণার বর্ষপূর্তিতে আগামীকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপিসহ যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা বক্তব্য রাখবেন।