১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে নভেম্বর, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ জুলা ২০২৪ ০১:০৭
আন্তর্জাতিক ডেস্ক: গবেষকরা বলেছেন কুমিরে ঠাসা কাজিঙ্গা নামের এ খালটি ১ দশমিক ৬ কিলোমিটার লম্বা। এখন পর্যন্ত সিংহের সাঁতরে খাল পার হওয়ার যেসব তথ্য রেকর্ড করা হয়েছে এটি সেগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ। আর তাদের ধারণা, সিংহীর সংস্পর্শ পেতে এতটা ঝুঁকি নিয়েছে তারা। এছাড়া মানুষের কাছ থেকে আরও দূরে চলে যেতেও এমনটি করে থাকতে পারে বনের এই দুই রাজা।
এক পা-হীন জ্যাকব ১০ বছর ধরে এই ন্যাশনাল পার্কটিতে রয়েছে। এই সময়ের মধ্যে শিকারীদের ফাঁদে পা দিয়ে একটি পা হারিয়েছে সে।
জ্যাকবের সঙ্গে অপর যে সিংহটি কুমির থাকা খালটি পার হয়েছে সেটির নাম টিবু। এটি সম্পর্কে তার ভাই।
গতকাল বুধবার ইকোলোজি অ্যান্ড এভোলেশন নামের একটি জার্নালে এই দুই সিংহের খালে সাঁতার কাটার তথ্যটি প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, “এই পার্কে সিংহীদের জন্য লড়াইটা খুবই হিংস্র। সিংহীর সংস্পর্শ পাওয়ার লড়াইয়ে তারা হেরে গেছে। এরপরই তারা খালে সাঁতার কাটার সিদ্ধান্ত নেয়। ধারণা করা হচ্ছে, খালের অপর প্রান্তে থাকা সিংহীর সংস্পর্শ পেতে তারা এমন ঝুঁকি নিয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১