হৃতিকের ‘ওয়ার ২’ ছবিতে থাকছে বড় চমক

প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ জুলা ২০২৪ ০২:০৭

হৃতিকের ‘ওয়ার ২’ ছবিতে থাকছে বড় চমক

বিনোদন ডেস্ক: দ্বিতীয় শিডিউলে অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করা হবে। এই শিডিউলে হৃতিকের সঙ্গে যোগ দেবেন জুনিয়র এনটিআরকে। তাকে এই ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে।

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, হৃতিক রোশন ওয়ার ২ ছবির দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু করেছেন। এটা একেবারে নন স্টপ অ্যাকশন দৃশ্যের শুটিং শিডিউল। হৃতিক এবং জুনিয়র এনটিআরের অ্যাকশনে দৃশ্যগুলো শুট করা হবে। আপাতত হৃতিক শুটিং শুরু করলেও জুনিয়র এনটিআরও শীঘ্রই শুটিংয়ে জয়েন করবেন।

ওয়ার ২ ছবিটি যশরাজ স্পাইভার্সের ষষ্ঠ ছবি হতে চলেছে। এর আগে এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়, টাইগার ৩, পাঠান, ওয়ার। এছাড়া প্রথম মহিলাকেন্দ্রিক স্পাই ছবিও আসছে।

উল্লেখ্য, চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশনের পুত্র ঋত্বিক বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং একদক্ষ নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক-প্রাপ্ত অভিনেতাদের অন্যতম। ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন ।

হৃতিক সর্বাধিক জনপ্রিয় ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে অন্যতম এবং ২০১২ সালে তার আয় ও জনপ্রিয়তার ভিত্তিতে ফোর্বস সাময়িকীর ১০০ ভারতীয় তারকার তালিকায় তার নাম ওঠে আসে। এছাড়া ২০১৯ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এজেন্সির জরিপে তিনি বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেন।