আইফেল টাওয়ারে অলিম্পিক রিং আর কলম্বিয়ানদের উৎসবের দিন

প্রকাশিত:শুক্রবার, ১২ জুলা ২০২৪ ১০:০৭

আইফেল টাওয়ারে অলিম্পিক রিং আর কলম্বিয়ানদের উৎসবের দিন

ফটো গ্যালারি:

ইংল্যান্ড দল সমর্থকদের মন ভরাতে পারছিল না। এ জন্য কোচ গ্যারেথ সাউথগেটের কৌশলকে দায়ী করা হচ্ছিল। কাল নেদারল্যান্ডসকে হারিয়ে ইংল্যান্ড ইউরোর ফাইনালে ওঠার পর এভাবেই গর্জন করতে থাকলেন সাউথগেট। তাঁর এই উদ্‌যাপনে যেন সমালোচকদের উচিত জবাবও মিশে থাকল


আজ লর্ডস টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে বারান্দায় সতীর্থ জ্যাক ক্রলি ও ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিকের সঙ্গে ইংল্যান্ডের হয়ে বিদায়ী ম্যাচ খেলতে নামা জেমস অ্যান্ডারসন (ডানে)


লর্ডসে স্বপ্নের চেয়েও সুন্দর টেস্ট অভিষেক হয়েছে গাস অ্যাটকিনসনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসেই ৭ উইকেট নেওয়া ইংলিশ পেসারের নামটা এরই মধ্যে লর্ডসের অনার্স বোর্ডে উঠে গেছে


কোপা আমেরিকা থেকে বিদায়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। পরের কোপা আমেরিকার সময় সুয়ারেজের বয়স হবে ৪১। নাটকীয় কিছু না ঘটলে এখনই বলে দেওয়া যায়, মহাদেশীয় টুর্নামেন্টে আজই নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন তিনি


ম্যাচ শেষে গ্যালারিতে থাকা কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন উরুগুয়ের খেলোয়াড়েরা


কলম্বিয়া ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। সেই আনন্দে রাজধানী বোগোতার রাজপথে নেমে আসেন কলম্বিয়ানরা


দুই সপ্তাহ পরই শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর আয়োজনে ফ্রান্সের রাজধানী শহরটি যে পুরোপুরি প্রস্তুত, আজ আইফেল টাওয়ারে অলিম্পিক রিং লাগিয়ে যেন সেই বার্তাই দেওয়া হলো