কিশোরগঞ্জে ভুট্টাখেতে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

প্রকাশিত:শুক্রবার, ১২ জুলা ২০২৪ ০৯:০৭

কিশোরগঞ্জে ভুট্টাখেতে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ

সমগ্র দেশ ডেস্ক: নিহত স্মৃতি আক্তার (২২) একই এলাকার মানিক মিয়ার মেয়ে ও উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার মসূয়া এলাকার কাতার প্রবাসী আমিন ভূঁইয়ার সঙ্গে বিয়ে হয় স্মৃতি আক্তারের। সাত মাস আগে কাতার থেকে এসে স্ত্রীকে আবার শ্বশুরবাড়িতে রেখে কাতারে চলে যান আমিন ভূঁইয়া। স্মৃতি আক্তার বাবার বাড়িতেই থাকতেন। তাদের কেনো সন্তান নেই। শুক্রবার সকালে তার গলাকাটা মরদেহ হালুয়াপাড়া এলাকার পরিত্যক্ত ভুট্টাখেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ