৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ১২ জুলা ২০২৪ ১০:০৭
ভ্রমন ডেস্ক: সিন নদীর তীর ধরে হাঁটা, ল্যুভর মিউজিয়াম মোনালিসা দেখা কিংবা রোমাঞ্চের টানে আল্পস পর্বতমালার বিশালত্বের কাছে যাওয়া। ইউরোপের দেশটির পরতে পরতে মিশে আছে ইতিহাস, ঐতিহ্য আর রোমাঞ্চ। তাই তো বিশ্বের পর্যটকদের কাছেও ফ্রান্স হয়ে উঠেছে সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএন ট্যুরিজম) তথ্য অনুযায়ী, গত বছর ফ্রান্সে ঘুরতে গেছে বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক।
জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থাটি গত ৪ জুন এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে ২০২৩ সালে সর্বোচ্চ বিদেশি পর্যটক পাওয়া দেশগুলোর নাম প্রকাশ করেছে। এই তালিকায় দেখা যায়, ২০২৩ সালে ফ্রান্স ভ্রমণ করেছে ১০ কোটি বিদেশি পর্যটক। তার পরেই আছে স্পেন, গত বছর ৮ কোটি ৫০ লাখ আন্তর্জাতিক পর্যটক পেয়েছে দেশটি। এরপর যথাক্রমে সেরা পাঁচে আছে যুক্তরাষ্ট্র (৬ কোটি ৬০ লাখ), ইতালি (৫ কোটি ৭০ লাখ) ও তুরস্ক (৫ কোটি ৫০ লাখ)।
ইউএন ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটন থেকে দেশগুলোর আয়ের তথ্যও জানিয়েছে। পর্যটক আকর্ষণে ফ্রান্স এগিয়ে থাকলেও আয়ে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। গত বছর আন্তর্জাতিক পর্যটন থেকে দেশটির আয় ১৭৬ বিলিয়ন মার্কিন ডলার। এরপর যথাক্রমে স্পেন ৯২ বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাজ্য ৭৪ বিলিয়ন মার্কিন ডলার, ফ্রান্স ৬৯ বিলিয়ন মার্কিন ডলার ও ইতালি ৫৬ বিলিয়ন মার্কিন ডলার।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১