চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেলো বিএনপি নেতার

প্রকাশিত:শুক্রবার, ১২ জুলা ২০২৪ ০৯:০৭

চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেলো বিএনপি নেতার

জাতীয় ডেস্ক: শুক্রবার (১২ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া দক্ষিণ বাইপাস এলাকার চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুল উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কাজীর তালুক গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে। তিনি মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কামরুল বড়তাকিয়া বাইপাস এলাকায় একটি বাস থেকে নেমে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী বাস আরেকটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি বাসের নিচে চাপা পড়েন। এ ঘটনায় বাসে থাকা ২০ যাত্রী আহত হন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় একটি বাস অন্য একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর জানান, কামরুল আলম নামের একজন রাস্তা পার হওয়ার সময় একটি বাস আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় কাভার্ডভ্যান ও বাস পুলিশ হেফাজতে আছে।