৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ১৩ জুলা ২০২৪ ০৯:০৭
ক্রীড়াঙ্গণ ডেস্ক: দেশ ছাড়ার আগে আজ সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রিপন। সেখানে জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য প্রথম ট্যুর। আমরা গিয়ে দেখি কন্ডিশনটা কী? উইকেটে যদি হেল্প থাকে কন্ডিশন অনুযায়ী যতটুকু ভালো করা যায়, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ভালো করার। চেষ্টা করব উইকেট বুঝে বল করার৷’
রিপন জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা। ভালো পারফর্ম করে আসতে চান সবার নজরে। এই অলরাউন্ডার বলছিলেন, ‘লক্ষ্য তো থাকবে টুর্নামেন্ট সেরা হওয়ার। আমার মেইন ফোকাস হচ্ছে ম্যাচ বাই ম্যাচ খেলা। ভালো পারফরম্যান্স করলে অপর্চুনিটি আসবেই। আমি চেষ্টা করব যে বিগ ব্যাশ না ভেবে যে আমাদের টিম হিসেবে যাচ্ছি। আমি চাই যে আমাদের দল যেন সর্বোচ্চ ভালো খেলে। যদি ভালো করতে পারি তাহলে সবার নজরে আসবো।’
টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারসহ ২৪ জনের বহর গেছে আজ অস্ট্রেলিয়ায়। এই দলটা মূলত চারদিনের ম্যাচের জন্য।
চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড-
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় (অধিনায়ক), পারভেজ হোসাইন ইমন, অমিত হাসান, শাহাদাত হোসাইন দিপু, আরিফুল ইসলাম, মহিদুল ইসলাম অংকন, রাকিবুল হাসান, শেখ পারভেজ রহমান জীবন, হাসান মুরাদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, রিপন মন্ডল, মারুফ মৃধা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১