আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ফাঁকা

প্রকাশিত:সোমবার, ০৫ আগ ২০২৪ ১০:০৮

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ফাঁকা

রাজনীতি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি চলছে। অপরদিকে দেশজুড়ে কারফিউ চলমান। জাতির উদ্দেশে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ভাষণ দেবেন।
বর্তমান সংকট নিরসনে দেশের শীর্ষ পর্যায়ের সব নেতাদের সঙ্গে আলোচনায় বসেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এদিকে রাস্তায় নেমে এসেছেন লাখ লাখ মানুষ। এ সময় তারা সেনা সদস্যদের উদ্দেশ্য করে ‘থ্যাংক ইউ, থ্যাংক ইউ’ বলে স্লোগান দিচ্ছেন। অন্যদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকা পুরো ফাঁকা। নেই কোনো নেতা কর্মী, চিরচেনা আওয়ামী লীগ কার্যালয়ে শুনশান নীরবতায়।

শিক্ষার্থী, জনতা সেনাবাহিনী প্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সংবাদ শুনে উল্লাসে ফেটে পড়েন। এ সময় তারা একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন। একই সঙ্গে তারা কর্তব্যরত সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে কোলাকুলি করেন।

এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তিনি উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।

শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।