কুমিল্লায় এমপি বাহারের বাড়িতে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ

প্রকাশিত:সোমবার, ০৫ আগ ২০২৪ ১০:০৮

কুমিল্লায় এমপি বাহারের বাড়িতে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ

শেখ হাসিনার পদত্যাগের খবরের পর কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা।

সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা নগরীর মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকায় সংসদ সদস্য বাহারের বাড়িতে এই হামলা চালানো হয়।

এ সময় উত্তেজিত কয়েকশ জনতা বাহারের বাড়ির ভেতরে প্রবেশ করে ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়।

এ ছাড়াও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ অফিসের ৮তলা ভবনটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। তাণ্ডব চালানো হয় সেখানেও।

এ সংক্রান্ত আরও সংবাদ