ফেনীতে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা

প্রকাশিত:সোমবার, ০৫ আগ ২০২৪ ১১:০৮

ফেনীতে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা

সমগ্রদেশ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে ফেনীতে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার নামাজ পড়েছেন ফেনীর ছাত্র-জনতা। সোমবার (৫ আগস্ট) বাদ জোহর শহরের জহিরিয়া মসজিদের সামনের সড়কে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, নামাজের পর জহিরিয়া মসজিদের সামনে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে অবস্থান নেন ছাত্র-জনতা। পরে গায়েবানা জানাজায় অংশ নিয়ে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়াও জানাজা-পরবর্তী ফেনীতে বিরোধীদের চালানো নৃশংস হামলার নিন্দা জানান মুসল্লিরা। এ সময় জানাজায় অংশ নেওয়া অনেকে কান্নায় ভেঙে পড়েন।

ওসমান গনি নামে এক শিক্ষার্থী বলেন, আমাদের যৌক্তিক দাবির এ আন্দোলনে এসে অনেকে শহীদ হয়েছেন। ন্যায্য দাবি আদায় করতে গিয়ে ফেনীতে গতকাল আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে প্রকাশ্যে গুলি চালিয়েছে তা এ জেলার ইতিহাসে বিরল। আমাদের দফা একটিই এখন। আন্দোলনে এসে যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে আজকে এ গায়েবানা জানাজা পড়েছি।

এদিকে গায়েবানা জানাজার পর থেকে জহিরিয়া মসজিদ, ইসলামপুর রোড এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। শহরে বন্ধ রয়েছে দোকানপাট, যানচলাচল। অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। এ ছাড়াও শহরজুড়ে কোথাও পুলিশ-বিজিবি বা আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে দেখা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ