৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৬ আগ ২০২৪ ১০:০৮
প্রবাস ডেস্ক: বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মিষ্টি বিতরণ, বিজয় মিছিল ও উল্লাস করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৫টায় কোপেনহেগেন শহরের নরেব্রোহ্যালেন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ডেনমার্কে বসবাস করা কয়েকশ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এসময় জাতীয় সংগীত, বিজয়ী গান এবং শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন প্রবাসী বাংলাদেশি শামসুল চৌধুরী, মামুন, রাব্বি, রাশেদ প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ দেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে স্বৈরশাসকের হাত থেকে।
ছাত্রসমাজকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, আমরা এই ছাত্র-জনতার কাছে চিরদিন কৃতজ্ঞ। আমরা দেশে থাকতে না পারলেও দেশের বাইরে থেকে পরবর্তী যে সরকারই ক্ষমতায় আসুক তাদের রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করব। এছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের বাকস্বাধীনতা, ন্যায়ের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১