১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ০৭ আগ ২০২৪ ১০:০৮
ক্রীড়াঙ্গণ ডেস্ক: আইসিসির দুর্নীতিবিরোধী কোড ভাঙায় ইহসানউল্লাহ জানাতক শাস্তি দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাঁচ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের এই টপ অর্ডার ব্যাটারকে।
ইহসানউল্লার বিরুদ্ধে আনা সব অভিযোগ মেনে নিয়েছেন তিনি। দুর্নীতির সাথে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন এই আফগান ব্যাটার। আজ বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসির দুর্নীতিবিরোধী কোডের ধারা ২.১.১ লঙ্ঘনের অভিযোগে জানাতকে দোষী পাওয়া গেছে। আর তাই সব ধরণের ক্রিকেট থেকে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, গত বছর কাবুল প্রিমিয়ার লিগের (কেপিএল) দ্বিতীয় আসর চলাকালীন ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলেন ইহসানউল্লাহ।
ডানহাতি এই ব্যাটার ছাড়াও আরও তিন ক্রিকেটার বর্তমানে রয়েছেন সন্দেহের তালিকায়। তাদের উপর তদন্ত করা হবে বলে জানিয়েছে এসিবি। যদিও এখন পর্যন্ত সেসব খেলোয়াড়দের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১