৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৯ আগ ২০২৪ ০২:০৮
আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। আজ শুক্রবার (৯ আগস্ট) ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় আঘাত হানে।
গতকাল বৃহস্পতিবার জাপান সরকার ইতিহাসে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মেগাকুয়াক (৮ মাত্রার উপরে) ভূমিকম্পের সতর্কতা জারি করে। এর একদিন পরই মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী টোকিও।
দেশটির সরকার বিশেষ করে টোকিও, কানাগাওয়া, সাইতামা, ইয়ামানাসি এবং সিজোকাতে বড় ভূমিকম্পের সতর্কতা দেয়। তবে ভূমিকম্পের সঙ্গে সুনামির কোনো সতর্কতা দেওয়া হয়নি।
আজকের ভূমিকম্পে টোকিওর ভবনগুলো কেঁপে উঠে। কম্পনের কারণে সাময়িকভাবে টোকিও মেট্রোর অন্তত একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে দ্রুত সময়ের মধ্যে তারা আবার নিজেদের সেবা শুরু করে।
বিশ্বের যতগুলো ভূমিকম্প প্রবণ দেশ রয়েছে সেগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশটিতে প্রায় সময়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। তবে গতকাল বৃহস্পতিবার দেশটিতে আঘাত হানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প। এরপর মেগাকুয়াকের সতর্কতা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১