বাংলাদেশ-পাকিস্তান সিরিজে থাকছেন যেসব আম্পায়ার

প্রকাশিত:শুক্রবার, ০৯ আগ ২০২৪ ০২:০৮

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে থাকছেন যেসব আম্পায়ার

ক্রীড়াঙ্গণ ডেস্ক: চলতি মাসেই পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ দল। আসন্ন সিরিজের জন্য দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারদের নাম ঘোষণা করেছে পিসিবি। যেখানে আইসিসির এলিট প্যানেল থেকে তিনজন এবং দুজন আন্তর্জাতিক প্যানেল থেকে থাকছেন।

ম্যাচ রেফারিদের এলিট প্যানেল থেকে এই সিরিজে দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে। তিনি কন্ট্রোল টিমের প্রধান হিসেবে থাকবেন। বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজ ২০২৩-২৫ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই প্রতিদ্বন্দ্বী দল দুটির পাশাপাশি বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছেও ম্যাচগুলো গুরুত্বপূর্ণ।

নাজমুল হোসেন শান্তদের সঙ্গে বাবর আজমদের সাদা পোশাকের এই সিরিজ শুরু হবে ২১ আগস্ট থেকে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ২১-২৫ আগস্ট হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

https://twitter.com/TheRealPCBMedia?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1821848030309392894%7Ctwgr%5E268bd4fd4439c7b86e397c175d94b4da35d63caa%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fsports%2F297843

গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য আইসিসির এলিট প্যানেলের তিনজন এবং আন্তর্জাতিক প্যানেল থেকে দুজন আম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। এ ছাড়া ইংল্যান্ডের মাইকেল গগ থার্ড আম্পায়ার এবং পাকিস্তানের রশিদ রিয়াজ চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।

করাচির দ্বিতীয় টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়েছে মাইকেল গগ ও আদ্রিয়ান হোল্ডস্টকের কাঁধে। রিচার্ড কেটেলবরো এই ম্যাচে থার্ড আম্পায়ার এবং পাকিস্তানের আসিফ ইয়াকুব থাকবেন চতুর্থ আম্পায়ার হিসেবে।