ভাঙচুর-লুটতরাজ করে পদ হারাল বাউফল বিএনপি নেতা

প্রকাশিত:রবিবার, ১১ আগ ২০২৪ ০৫:০৮

ভাঙচুর-লুটতরাজ করে পদ হারাল বাউফল বিএনপি নেতা

সমগ্র দেশ ডেস্ক: পটুয়াখালী বাউফলের পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ অব্যাহতি দেওয়া হয়।

শনিবার (১০ আগস্ট) পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আ. রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে আপনার বিরুদ্ধে বিভিন্নস্থানে ভাঙচুর লুটপাট ও হুমকি-ধামকির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে গত ৮ আগস্ট ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আপনি যে লিখিত জবাব ও মৌখিক বক্তব্য দিয়েছেন তা জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই আরোপিত অভিযোগের ভিত্তিতে আপনাকে বাউফল পৌর বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং সিনিয়র সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হলো।

শনিবার (১০ আগস্ট) পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আ. রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকে আপনার বিরুদ্ধে বিভিন্নস্থানে ভাঙচুর লুটপাট ও হুমকি-ধামকির সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাকে গত ৮ আগস্ট ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আপনি যে লিখিত জবাব ও মৌখিক বক্তব্য দিয়েছেন তা জেলা বিএনপির কাছে গ্রহণযোগ্য হয়নি। তাই আরোপিত অভিযোগের ভিত্তিতে আপনাকে বাউফল পৌর বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং সিনিয়র সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হলো।

এ সংক্রান্ত আরও সংবাদ