এক পর্ব থেকেই ৫ কোটি আয়

প্রকাশিত:বুধবার, ১৪ আগ ২০২৪ ০২:০৮

এক পর্ব থেকেই ৫ কোটি আয়

অমিতাভ বচ্চন আরও একবার ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালনায় অমিতাভ বচ্চন। জনপ্রিয় এই রিয়েলিটি শোর ১৬তম সিজনে সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। ২০০০ সালে কুইজ শো শুরু হওয়ার পর থেকে বলিউড তারকার পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মানিকন্ট্রোল।

২০০০ সালে অমিতাভ বচ্চন যখন ‘কেবিসি’ সঞ্চালনা করতে রাজি হয়েছিলেন, তখন তাঁর ক্যারিয়ারের অবস্থা সুবিধার ছিল না। কিন্তু ‘কেবিসি’র প্রথম কিস্তির আশাতীত সাফল্য তাঁকে নতুন উচ্চতায় নিয়ে যায়।

এই সাফল্য তাঁর চলচ্চিত্র ক্যারিয়ারে নতুন জোয়ার আনে। একই বছর তিনি আদিত্য চোপড়ার ব্লকবাস্টার রোমান্টিক ড্রামা ‘মহব্বতে’-তে অভিনয় করেন।

দ্বিতীয় সিজনেও ফেরেন অমিতাভ। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করে নিতে হয় তাঁকে। তৃতীয় সিজনে সঞ্চালকের দায়িত্ব নিয়েছিলেন তাঁর ‘মহাব্বতে’ ও ‘কাভি খুশি কাভি গম’-এর সহ-অভিনেতা শাহরুখ খান।
কিন্তু দর্শক চাহিদায় চতুর্থ মৌসুমে আবার সঞ্চালনার দায়িত্বে ফেরেন অমিতাভ। তার পর থেকে ‘কেবিসি’র প্রতিটি মৌসুম সঞ্চালনা করে চলেছেন।

জানা গেছে, ‘কেবিসি’র প্রথম মৌসুমে ২৫ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন অমিতাভ বচ্চন। আর চলতি মৌসুমে প্রতি পর্বের জন্যই ৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন অভিনেতা।

সামনে অমিতাভকে দেখা যাবে ঋভুদাস গুপ্তর কোর্ট রুম ড্রামা ‘সেকশন ৮৪’-এ। এ ছাড়া দক্ষিণি নির্মাতা টিজে জ্ঞানভেলের ‘ভেট্টাইয়ান’ ছবিতেই অভিনয় করছেন অমিতাভ বচ্চন।