২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:বুধবার, ১৪ আগ ২০২৪ ০৩:০৮
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় কাস্টমস হাউসের পরিচালিত অভিযানে ওই সোনা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সকালে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা (SQ 446) এক যাত্রীর কাছ থেকে ৬ কেজি ওজনের ১২টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় যাত্রীকে আটক করা হয়েছে। এছাড়া বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১