ফার্নান্দেসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

প্রকাশিত:শুক্রবার, ১৬ আগ ২০২৪ ০৫:০৮

ফার্নান্দেসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ব্রুনো ফার্নান্দেসের। ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়েছেন পর্তুগালের এই তারকা মিডফিল্ডার। ফার্নান্দেসের সঙ্গে নতুন চুক্তির খবরটি গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছে ইউনাইটেড।

আগে থেকেই ২০২৬ সাল পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছিল ফার্নান্দেসের। ২০২২ সালে এই চুক্তি করেছিলেন তিনি। এবার আরও লম্বা হলো তাদের সম্পর্ক। আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত ইউনাইটেডের সঙ্গে থাকবেন ফার্নান্দেস। নতুন চুক্তিতে এর বাইরে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকছে ক্লাবটির হাতে।

২০২০ সালে স্পোর্তিং সিপি থেকে ইউনাইটেডে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছিলেন ফার্নান্দেস। এরপর থেকেই দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি। বর্তমানে ক্লাবটির নেতৃত্বভারও সামলাচ্ছেন তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত ২৩৪ ম্যাচ খেলেছেন তিনি। ৭৯ গোল করার পাশাপাশি ৬৭ অ্যাসিস্ট আছে তার নামের পাশে। দলটির হয়ে লিগ কাপ ও এফএ কাপ জিতেছেন তিনি।