৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ১৭ আগ ২০২৪ ০৩:০৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালেতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনে মধ্য দিয়ে খুনি হাসিনার পতনের পর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা লাভ করেছে। এই আন্দোলনের নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করি।
মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আমাদের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো ফ্যাসিবাদ যেন মাথা চাড়া দিয়ে না ওঠে। সে জন্য তারেক রহমানের নির্দেশনা মোতাবেক অতীতের ন্যায় দলীয় কর্মসূচি পালন করে যেতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ শাখার সহ-সভাপতি নেহের মিয়া রানা, বাবুল হোসেন, শাহ আলম, আলতাফ হোসেন, ফারুক হোসেন, আহম্মেদ কামাল, যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, সোহেল রানা, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, খায়েরুল আমিন, মনির হোসেন, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী, করিম রানা, পিয়াস ইসলাম, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক অনিক ও সহ-দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক মো. মামুন ও ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১