২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ আগ ২০২৪ ০৩:০৮
হবিগঞ্জের মাধবপুরে টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের পানিতে মাধবপুরে ১১টি গ্রামের কয়েক হাজার ঘরবাড়ি, পুকুর সবজি বাগান রাস্তা পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
উপজেলার বাঘাসুরা, ছাতিয়াইন, নোয়াপাড়া, আন্দিউড়া, বুল্লা, শাহজাহানপুর, আদাঐর ইউনিয়নের নিম্ন অঞ্চল পাহাড়ি দলে প্লাবিত হয়েছে। ধর্মগরি ইউনিয়নের বেশির ভাগফিশারির অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেসে গেছে মাছ।
মালিকরা নিঃস্ব হওয়ার পথে।চৌমুহনী ইউনিয়নে সবজি জন্য বিখ্যাত। দেশের বিভিন্ন স্থানে চৌমুরি থেকে সবজি রপ্তানি করা হয়। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেসে গেছে সব সবজি বাগান।আগাম জাতের টমেটো শসা তরমুজ করলা সহ বিভিন্ন রকমের সবজি বাগান। ধান জমির ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল বলেন, অতি বৃষ্টির কারণে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিভিন্ন রাস্তা পানিতে তলিয়ে গেছে। পানি নেমে গেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১