২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২২ আগ ২০২৪ ০২:০৮
এমিলিয়ানো মার্টিনেজ লম্বা সময় ধরে অ্যাস্টন ভিলায় খেলছেন। তার সঙ্গে আরও একবার চুক্তির মেয়াদ বাড়ালো ইংলিশ ক্লাবটি।
আগে থেকেই ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত মার্টিনেজের সঙ্গে চুক্তি ছিল ভিলার। নতুন চুক্তিতে আরও দুই মৌসুম মেয়াদ বাড়ানো হয়েছে। এবার ২০২৯ সাল পর্যন্ত দলটির জার্সিতে খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
২০২০ সালে আর্সেনাল থেকে চার বছরের চুক্তিতে ভিলায় যোগ দেন মার্টিনেজ। পরে ২০২২ সালে আরও তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করে ক্লাবটি। এবার চুক্তির মেয়াদ বাড়ানো হলো আরও দুই বছর।
এখন পর্যন্ত ভিলার হয়ে ১৫০ ম্যাচ খেলেছেন মার্টিনেজ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচের ৯টিতে কোনো গোল হজম করেননি তিনি। চতুর্থ হয়ে মৌসুম শেষ করে ভিলা, প্রথমবারের মতো সুযোগ পায় চ্যাম্পিয়ন্স লিগে খেলার।
২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা অবসান ঘটানো শিরোপা জয়ে বড় অবদান রাখেন মার্টিনেজ। এবারের কোপা আমেরিকা জয়েও তার ছিল বড় ভূমিকা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১