২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২৭ আগ ২০২৪ ১১:০৮
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি টিম তাকে গ্রেফতার করে।
ডিবির একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ডিবির সূত্র জানিয়েছে, আরাফাত গত পাঁচ আগস্ট থেকে পলাতক ছিলেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ খবর আসে গুলশানের একটি বাসায় তিনি অবস্থান করছেন। সেই মোতাবেক সেখানে অভিযান চালানো হয়। পরে তাকে গ্রেফতার করে ডিবি। এখন তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ও জানায় সূত্রটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত জয়ী হন। পরে তিনি শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে যোগ দেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১