ঢাবির ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ

প্রকাশিত:মঙ্গলবার, ০৩ সেপ্টে ২০২৪ ০৪:০৯

ঢাবির ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ অনুষদে নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের চিঠি তাদের অফিসে পাঠানো হয়েছে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ। আগামী ৯০ দিনের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ডিনদের নিয়োগ চিঠি পাঠানো হয়। বুধবার সকালে তারা চিঠি হাতে পাবেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।

৯০ দিন পর নির্বাচনের মাধ্যমে অনুষদগুলোতে পুনরায় ডিন নির্ধারণ করা হবে। তবে সামাজিক বিজ্ঞান এবং ফার্মেসি অনুষদে এখনও ডিন নিয়োগ করা হয়নি বলে জানা যায়।

নিয়োগপ্রাপ্ত ডিনরা হলেন, বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগের ড. মো. আব্দুস সালাম, আইন অনুষদে ড. নাকীব মোহাম্মদ নসরুল্লাহ, বাণিজ্য অনুষদে মার্কেটিং বিভাগের মাহমুদ উল্লাহ, কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ড. মো. সিদ্দিকুর রহমান খান, জীববিজ্ঞানে বায়োকেমিস্ট্রি বিভাগের ড. মামুন আহমেদ, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টে অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদে সিএসই বিভাগের ড. উপমা কবির, চারুকলা অনুষদে অধ্যাপক ডক্টর আজাহারুল ইসলাম শেখ (চঞ্চল)।

নিয়োগের বিষয়ে রেজিস্ট্রার ঢাকা পোস্টকে বলেন, এদিন বিকেলে ৮ জন ডিনের নিয়োগ চিঠি তাদের অফিসে পাঠানো হয়েছে। বুধবার তারা চিঠি হাতে পাবেন। তাদের সবাইকেই ৯০ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। ৯০ দিন পর আবার নির্বাচনের মাধ্যমে সব অনুষদে ডিন নিয়োগ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ