১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৬ সেপ্টে ২০২৪ ০২:০৯
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ খায়েরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ওই নেতা হলেন কৈলাটি ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক জুয়েল ভূঁইয়া।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কৈলাটি ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক জুয়েল ভূঁইয়াকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জুয়েল ভূঁইয়া যদি কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা বা চাঁদাবাজির চেষ্টা করেন, তাহলে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করার অনুরোধ জানানো হচ্ছে।
এ বিষয়ে কথা বলার জন্য জুয়েল ভূঁইয়ার মুঠোফোনে কয়েকবার ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১