৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ১১ সেপ্টে ২০২৪ ১২:০৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা।
বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাবিবুল্লাহ খালেদ বলেন, শিক্ষার্থীরা সকল বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদের দোসর উপাচার্যদের পদত্যাগে বাধ্য করেছে। এরপর ঢাবি, রাবি এবং জাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিলেও দেশের অন্যতম স্বায়ত্তশাসিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ হয়নি। আমরা দ্রুত উপাচার্য নিয়োগের জোর দাবি জানাচ্ছি।
আইন বিভাগের শিক্ষার্থী রিয়াদ বলেন, আজ আমাদের মানববন্ধন আয়োজন করার কথা ছিল না। গত ৮ সেপ্টেম্বর আমরা শহীদ মিনারে অবস্থান নিয়ে এক দফা দাবিতে দুই দিনের আল্টিমেটাম দিয়েছিলাম।
গতকাল সেই আল্টিমেটামও শেষ হয়েছে কিন্তু আমাদের দাবি মানা হয়নি। এজন্য আবারও আমরা আজ জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমরা ক্লাসে ফিরে যেতে চাই, পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই। আশাকরি দ্রুত সময়ের মধ্যে আমাদের উপাচার্য নিয়োগ দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১