১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে নভেম্বর, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১২ সেপ্টে ২০২৪ ০৩:০৯
মালয়েশিয়ায় শ্রম শোষণের শিকার চার বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পেরাক রাজ্যের শ্রম বিভাগ।
বুধবার (১১ সেপ্টেম্বর) দেশটির পেরাক রাজ্যের লেবার ডিপার্টমেন্ট (জেটিকে) এক অভিযানে ওই চার বাংলাদেশি কিশোরকে উদ্ধার করে।
পেরাক শ্রম বিভাগের পরিচালক মুহাম্মাদ ফৌজি আবদ গনি বলেন, উদ্ধারকৃত ১৪ থেকে ১৬ বছর বয়সী চার কিশোর এক বছরেরও বেশি সময় ধরে কারখানায় কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। শ্রম বিভাগ তাদের জন্য একটি অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশের (আইপিও) জন্য আবেদন করবে।
কারখানায় এক মাসেরও বেশি সময় ধরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করার পরে এই অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় বলে জানান তিনি।
তিনি বলেন, এ ঘটনায় অ্যাটিপসম অ্যাক্ট ২০০৭ এর ১৪ ধারার অধীনে ৫৮ বছর বয়সী নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১