১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১৫ সেপ্টে ২০২৪ ০৩:০৯
বন্যা দুর্গত অঞ্চল ফেনী ও লক্ষ্মীপুর জেলার প্রায় ১৫০০ পরিবারের কাছে ২০ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে লায়ন্স জেলা ৩১৫ এ ১। বন্যা কবলিত বিভিন্ন দুর্গম সাতটি এলাকায় প্রায় এক লাখ আশি হাজার মানুষের কাছে ত্রাণসামগ্রী বিতরণ করে সংগঠনটি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সংগঠন সূত্রে জানা গেছে, ১৫০০ পরিবারের সদস্যদের জন্য ২০ দিনের খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তারা। বিপুল সংখ্যক মানুষের কাছে লায়ন্সদের সেবা ও ভালোবাসার উপহার পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এ সেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়।
লায়ন্স জেলা ৩১৫এ১ এর প্রায় ১০০ জন লায়ন্স ও লিও ও সাতটি এলাকার আরো প্রায় ৮০ জন স্থানীয় সেচ্ছাসেবী দল এই মহৎ সেবা কার্যক্রমে অংশ নেয়।
জেলা গভর্নর ইঞ্জিনিয়ার সেলিম মিয়া ও ফাস্ট লেডি শারমীন সেলিম তুলি, সাবেক জেলা গভর্নর নজরুল ইসলাম শিকদারসহ জেলা কেবিনেট সেক্রেটারি, গ্লোবাল অ্যাকশন টিম, জেলা কেবিনেটের নেতৃস্থানীয় লায়ন্স নেতা, বিভিন্ন ক্লাবের লায়ন্সবৃন্দ ও লিও ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ এসব ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন।
মানবিক ভালোবাসার অনন্য উপহার হিসেবে প্রায় ২২ লাখ টাকা সমমূল্যের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১