১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বুধবার, ১৮ সেপ্টে ২০২৪ ০২:০৯
চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারকে হত্যা করার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। ঘটনার দীর্ঘ ৪ বছর পর বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচর আমলী আদালতে মামলাটি দায়ের করেন নিহত মোতালেব জমাদারের ছেলে আবু তালেব জমাদার।
মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান খান।
মামলার আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৭৪ নেতাকর্মীকে। এর মধ্যে ২৪ জন নামীয় এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েয়ে ৫০ জনকে।
বাদী মামলায় উল্লেখ করেন, মামলার আসামি নুর হোসেন ও তার বাবা মোতালেব জমাদার সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি নুর হোসেনকে মনোনয়ন দেন।
আর মোতালেব জমাদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দুই প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নুর হোসেন তার লোকজনসহ নির্বাচন প্রচারণাকালীন মোতালেব জমাদারকে মারধর করেন।
এ ঘটনার পর তিনি দীর্ঘদিন চিকিৎসা শেষে ২০২০ সালের ২৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তবে নুর হোসেন প্রভাবশালী হওয়ার কারণে দীর্ঘদিন মামলা করতে পারেননি।
অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, বিজ্ঞ আদালতে হত্যা মামলাটি আমি উপস্থাপন করেছি। আদালত মামলাটি পর্যালোচনা করে পিবিআই পুলিশকে তদন্ত করার জন্য আদেশ দিয়েছেন। আমি আশা করি পিবিআই সঠিক তদন্ত উপস্থাপন করবেন। আসামিরা যেই দলেরই হোক। তাদের বিচার হবে। বাদী পক্ষ ন্যায়বিচার পাবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১