৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ১৮ সেপ্টে ২০২৪ ০৪:০৯
দেশের সাম্প্রতিক বন্যাদুর্গত এলাকার জনগণকে সহায়তার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এক দিনের মূল বেতন হিসেবে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রায় ৪৬ লাখ টাকা দিয়েছেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাবির পক্ষে কোষাধ্যক্ষ প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামানিক এই অর্থের চেক প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজমের (বীর প্রতীক) কাছে হস্তান্তর করেন।
এসময় রাবির ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের সহায়তার জন্য গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ফরেন একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১