১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে নভেম্বর, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৯ সেপ্টে ২০২৪ ০৪:০৯
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুণকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তাকে গ্রেপ্তারের পর শাহবাগ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকা পোস্টকে বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুর থেকে বিএসএমএমইউ-এর সহকারী অধ্যাপক হাসানুল হক নিপুণকে গ্রেপ্তার করে।
ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে। নিপুণ এখন শাহবাগ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১