৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শুক্রবার, ২০ সেপ্টে ২০২৪ ০১:০৯
বাংলাদেশ-ভারত দুই দলই চেন্নাইয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। টেস্ট ক্রিকেটাররা দিনের খেলা শেষ করে যখন বিশ্রামে তখন দুই দেশের যুব ফুটবলাররা ভূটানে লড়ছে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সাফ অ-১৭ টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে।
প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। বাংলাদেশ অবশ্য তুলনামূলক গোলের সুযোগ বেশি তৈরি করেছিল। ফরোয়ার্ডদের ব্যর্থতায় এখনো গোল পায়নি সাইফুল বারী টিটুর দল। বল পজেশন, আক্রমণে ভারতের চেয়ে খানিকটা এগিয়ে ছিল বাংলাদেশ।
ভূটানে ম্যাচ মানেই উচ্চতা ফ্যাক্টর। বাংলাদেশ অ-১৭ দল এই টুর্নামেন্ট উপলক্ষ্যে সেখানে খুব বেশি দিন আগে যায়নি। মাত্র দুই দিন অনুশীলন করেছে। এরপরও আজ ভারতের বিপক্ষে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করছে। ভারত কয়েকটি আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক সামাল দিয়েছে।
ভূটানের চাংলিমিথাংয়েই সপ্তাহ দেড়েক আগে বাংলাদেশ সিনিয়র জাতীয় দল দু’টি প্রীতি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে ১-০ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়েছিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১