১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ২১ সেপ্টে ২০২৪ ০১:০৯
আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের হাতে হামলা-নির্যাতনের শিকার হওয়াদের নিপীড়নের বিবরণসহ মামলা করার পরামর্শ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
আসিফ মাহমুদ বলেন, গত ১৬ বছরে ক্যাম্পাসে কয়েক হাজার শিক্ষার্থীর ওপর নির্যাতন ও হামলা করেছে ছাত্রলীগ। এখন পর্যন্ত মামলা হয়েছে শুধুমাত্র ২০১৭ সালের একটি ঘটনার। মামলা না করে যদি বিচার চাওয়া হয় তাহলে কীসের ভিত্তিতে বিচার হবে?
মামলার আহ্বান জানিয়ে তিনি বলেন, গত ১৬ বছরের ভিকটিমদের সুনির্দিষ্ট তথ্য, হামলা কিংবা নির্যাতনের বিস্তারিত, অভিযুক্তের নিপীড়নের বিবরণসহ মামলা করার আহ্বান জানাচ্ছি।
ক্রীড়া উপদেষ্টা বলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরাও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন, আপনারাও মামলা করুন যাতে করে কোনো অপরাধী আবারও পুনর্বাসনের সুযোগ না পায়। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মামলায় কারো নাম না দেওয়ার অনুরোধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১