২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:সোমবার, ২৩ সেপ্টে ২০২৪ ১২:০৯
অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। সিরিজে দুটি টেস্ট অনুষ্ঠিত হবে। আর আসন্ন সেই সিরিজটি সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা যাছাইয়ে সম্প্রতি ঢাকায় এসেছে আফ্রিকার একটি প্রতিনিধি দল।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরিদর্শন করেছেন তারা। এরপর আজ সকালে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন দক্ষিণ আফ্রিকার সেই প্রতিনিধি দল।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এই টেস্ট দুটির ভেন্যুর ব্যাপারেও আলোচনা প্রায় এক প্রকার নিশ্চিত। ধারণা করা হচ্ছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে পারে দুটি টেস্ট। প্রোটিয়া দলের এই সফরের পরই সেটি চূড়ান্ত হবে।
এর আগে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলতে আসবে কি না, তা নিয়ে সংশয় ছিল। পরবর্তীতে তারা নিরাপত্তাজনিত কোনো শঙ্কা আছে বলে মনে করে না বলে জানায়। সিরিজের দুই ম্যাচ ২৯ অক্টোবর এবং ৩ নভেম্বর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আসন্ন সিরিজে নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। গেল কয়েক দিন ধরেই মিরপুরে চলছে মহড়া। আজও ছিল সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যস্ততা। সেনাবাহিনীর সাথে ছিল ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১