ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

প্রকাশিত:রবিবার, ২৯ সেপ্টে ২০২৪ ০১:০৯

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাবেক উপমন্ত্রী দুলু

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক বিচারক ড. মো. আবদুল মজিদ বার এ রায় দেন।

গত বছরের ১৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্তক ও কটুক্তিমূলক প্রপাগান্ডা চালানোর অপরাধে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় দুলু আদালতে আত্মসমর্পণ করেন।

এ নিয়ে রোববার আসামিপক্ষের আইনজীবী (প্রায় ২৫ জন) জামিনের আবেদন করলে শুনানি শেষে মামলাটি খারিজ করে দুলুকে খালাস দেন রংপুর সাইবার ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) বিচারক ড. মো. আবদুল মজিদ।

এ বিষয়ে আইনজীবী মাহাফুজ উন নবী ডন জানান, ২০২৩ সালের ১৩ সেপ্টম্বর লালমনিরহাট সদর থানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্তক ও কটূক্তিমূলক প্রপাগান্ডা চালানোর অভিযোগে সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছিল। ওই মামলায় আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।