৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ২৯ সেপ্টে ২০২৪ ১০:০৯
নাশকতার মামলার আসামি সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরী থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা।
গোলাম কিবরিয়া মাসুক সিলেট নগরীর শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর ওয়ার্ডের বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১