বাংলাদেশি তরুণীর যে বিশ্বরেকর্ডের ভিডিও প্রকাশ করল গিনেজ ওয়ার্ল্ড

প্রকাশিত:রবিবার, ২৯ সেপ্টে ২০২৪ ১১:০৯

বাংলাদেশি তরুণীর যে বিশ্বরেকর্ডের ভিডিও প্রকাশ করল গিনেজ ওয়ার্ল্ড

ক্ষুদ্রাকার চাল হাতের আঙুল দিয়েও অনেক সময় তোলা যায় না। তবে সুমাইয়া খান নামের এক তরুণী চালের সেই দানা চপস্টিক দিয়ে তুলে; আবার সেগুলো খেয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। তিনি এক মিনিটের মধ্যে চপস্টিক দিয়ে ৩৭টি চাল খেয়ে গড়েছেন নতুন রেকর্ড।

সুমাইয়া খানের ভিডিওটি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেছে গিনেজ বুক ওয়ার্ল্ড রেকডস।

সংস্থাটির তথ্য অনুযায়ী, এর আগে এক মিনিটের মধ্যে চপস্টিক দিয়ে সবচেয়ে বেশি চাল খাওয়ার রেকর্ড ছিল তেলান্ড লা নামের এক ব্যক্তির। ২০২২ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডে এই রেকর্ডটি গড়েন তিনি। অপরদিকে সুমাইয়া খান নতুন রেকর্ডটি গড়েন চলতি বছরের ফেব্রুয়ারিতে।

সুমাইয় খানের রেডর্ক ভাঙার ভিডিওর ক্যাপশনে গিনেজ ওয়ার্ল্ড রেকডস লিখেছে, “এক মিনিটে চপস্টিক দিয়ে সবচেয়ে বেশি— ৩৭টি চালের দানা খাওয়ার রেকর্ড সুমাইয়া খানের। অফিসিয়ালি অ্যামাজিং।”