৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ২৯ সেপ্টে ২০২৪ ০২:০৯
টলিপাড়ায় ঠোঁটকাটা হিসেবেই পরিচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যে কোনও ইস্যুতেই অভিনেত্রী তার নিজের দৃষ্টিভঙ্গী ব্যক্ত করতে ভোলেন না।
আরজি কর-কাণ্ডে স্বস্তিকা রাস্তায় নেমেছেন প্রতিবাদে। বসেছেন ধর্নায়, তার গলায় শোনা গেছে আজাদি স্লোগান। এতকিছুর মধ্যেই অভিনেত্রীর নতুন সিনেমা টেক্কা’র টিজার-ট্রেলার সামনে এসেছে।
যা নিয়ে ট্রোলের মুখে পড়লেও স্বস্তিকাকে টলানো যায়নি। বরাবরই অভিনেত্রী তার প্রেমজীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে ভালোবাসেন। এবার তো জানিয়ে দিলেন ঠিক কতগুলো প্রেম করেছেন জীবনে।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে দিয়ে স্বস্তিকা জানিয়েছেন, অনেকেরই মনে হয়, অভিনেত্রী হয়তো ৪০০টি প্রেম করেছেন। কিন্তু আদতে তেমনটা নয়। আমার জীবনে প্রেম এসেছে ৬ বার। আর প্রত্যেকেই ছিলেন বিশিষ্ট ব্যাক্তি। তাদের সঙ্গেই চুটিয়ে প্রেম করেছি।
স্বস্তিকার মতে, আসলে প্রেমটা সিভি দেখে হয় না। এটা হয়ে যায়। জীবনে ৬টা প্রেম এভাবেই হয়ে গেছে। কোনো পরিকল্পনার করে নয়।
এই মুহূর্তে স্বস্তিকা সিঙ্গেল মাদার হিসেবেই জীবন কাটাচ্ছেন। মেয়ে অন্বেষাকে নিয়েই তার জগত। মা-মেয়ের বিভিন্ন খুনসুটি প্রায়ই ফুটে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে বাবার অস্তিত্ব নেই।
খুব অল্প বয়সেই স্বস্তিকার বিয়ে হয়েছিল সঙ্গীতশিল্পী প্রমিত সেনের সঙ্গে। কিন্তু সেই সংসার টেকেনি। ২০০০ সালেই প্রমিত সেন ও স্বস্তিকা আলাদা থাকতে শুরু করেন। এরপর কেটেছে ২৪ বছর, কিন্তু কাগজে কলমে আজও ডিভোর্স হয়নি এই দম্পতি। আদালতে ঝুলে রয়েছে তাদের বিচ্ছেদ মামলা।
তবে স্বস্তিকার জীবনে একের পর এক প্রেম এসেছে। কখনও জিতের সঙ্গে আবার কখনও বা পরমব্রতর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রীর। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও চুটিয়ে প্রেম করেছিলেন, কিন্তু সেখানেও ব্রেকআপ।
এরপর স্বস্তিকা ও পরিচালক সুমন মুখোপাধ্যায়ের প্রেম সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। স্বস্তিকা সেই সময় হোটেল রুমে আ ত্ম হ ত্যা র চেষ্টাও নাকি করেছিলেন।
ছর কয়েক আগে মীরের সঙ্গে স্বস্তিকার প্রেমচর্চা ডানা মেলেছিল, তবে সেসব এখন অতীত। প্রাক্তন প্রেমিকদের সঙ্গে বন্ধুত্ব টিকে রয়েছে অভিনেত্রী। তবে স্বামীর সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ।
বরাবরই সোজা কথা সোজাসাপ্টা বলতেই পছন্দ করেন স্বস্তিকা। সেই কারণেও ট্রোল হন তিনি। তবে ট্রোলের জবাব দিতেও ছাড়েন না টেক্কা অভিনেত্রী।
সম্প্রতি স্বস্তিকা তার সোশ্যাল মিডিয়া পেজে অকপটে জানিয়ে দিয়েছেন, তিনি প্রেম করে কাজ পাওয়া থামাবেন না। স্বস্তিকা লেখেন, ‘আমি প্রেম করে কাজ পাওয়া থামাবো না। ২৪ বছর ধরে শুধুমাত্র প্রেমের ওপর আমার গোটা কেরিয়ারটা দাঁড়িয়ে আছে। আগামী বছরগুলোও তাই থাকবে এই সিদ্ধান্ত নিলাম। প্রেম দীর্ঘজীবী হোক।’
পোস্টের শেষে সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন স্বস্তিকা। এক সময় পরিচালক ও অভিনেত্রী সম্পর্কে ছিলেন। সম্পর্ক স্থায়ী হয়নি। কিন্তু সৌজন্য ও কাজের সম্পর্ক বজায় রয়েছে তাদের মধ্যে। তাই স্বস্তিকা লিখেছেন, ‘টেক্কা’ ছবির জন্য ধন্যবাদ সৃজিত মুখোপাধ্যায়। ‘এক্স-প্রেম’ ধরে নিয়ে কষব।’
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১