৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০১ অক্টো ২০২৪ ০১:১০
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হচ্ছে ধান মাড়াই মেশিন। বাংলাদেশের পাউল এন্টারপ্রাইজ নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এসব মেশিন ভারতে রপ্তানি করছে।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বাংলাদেশি একটি ট্রাকে ধান মাড়াই মেশিন ভারতে প্রবেশ করে।
ভারতের আশা এন্টারপ্রাইজ নামে আমদানিকারক প্রতিষ্ঠান এসব আমদানি করছে। ভারতের ত্রিপুরা রাজ্যে এসব ধান মাড়াই মেশিন রপ্তানি হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।
রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি রুমি জানান, ভারতে চাহিদা থাকায় বাংলাদেশ থেকে বেশ কিছু দিন থেকে ধান মাড়াই মেশিন আমাদের প্রতিষ্ঠান রপ্তানি করছে। আজকেও দুটো ধান মাড়াই মেশিন ভারতে রপ্তানি করা হলো। প্রতিটি ধান মাড়াই মেশিন ৩ হাজার ৪০০ ডলারে রপ্তানি হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১