লক্ষ্মীপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান জাবেদ গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার, ০২ অক্টো ২০২৪ ০২:১০

লক্ষ্মীপুরে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান জাবেদ গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাবেদ হোসেনকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে দিঘলী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাবেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী সাব্বির হোসেন রাসেল হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্র-জনতা হত্যার ঘটনায় করা মামলায় ইউপি চেয়ারম্যান জাবেদকে আসামি করা হয়েছে। তাকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় সাব্বিরসহ চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই দিন আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে শতাধিক ছাত্র-জনতা আহত হন। নিহত সাব্বির সদর উপজেলার

ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। ১৪ আগস্ট সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন।