১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ অক্টো ২০২৪ ০৩:১০
সাভারের আশুলিয়ায় দুইটি কার্টন বক্সের ভেতরে মিলেছে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন তিন খণ্ডিত মরদেহ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকায় কার্টন বক্সের ভেতরে ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আশুলিয়া থানায় খবর দেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।
পুলিশ জানায়, কাঠগড়া চৌরাস্তা এলাকায় কার্টনের ভেতরে এক নারীর মরদেহের খণ্ডিত অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।
আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইটি কার্টনের ভেতর থেকে মাথাবিহীন মরদেহের তিন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১