১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ অক্টো ২০২৪ ০২:১০
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আগামী ২৬ অক্টোবর। নির্বাচনের আগে আজ নির্বাহী কমটির সভা আয়োজিত হয়েছে।
সভা শেষে জানানো হয়, মিডিয়া সেন্টার তৈরি এবং বাফুফে ভবন সংস্কারে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা।
এছাড়া কিছু আর্থিক বিষয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তাই দ্রুতই আরেকটি জরুরি সভা করে সেসব অনুমোদনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাফুফে কার্যনির্বাহী কমিটির সদস্য সত্যজিৎ দাস রুপু।
ভবন সংস্কারের এই অর্থ এএফসির স্টেডিয়াম প্রজেক্টের আওতায় দেওয়া হবে বাফুফেকে। দ্রুতই মিডিয়া সেন্টার নির্মাণ এবং ভবন সংস্কার কার্যক্রম শুরু হবে।
রুপু বলেন, ‘প্রায় দুই কোটি টাকা পাচ্ছে বাফুফে। পুরো ভবনে যে জায়গা আছে সেটা নতুন করে সাজানোর একটা পরিকল্পনা আছে। আগামীতে আমরা পরিকল্পনা করলে জানানো হবে। ’
‘২৬ তারিখের নির্বাচনের আগে যে এজিএম আছে তার আগে ভালোভাবে উপস্থাপনের জন্য অর্থ কমিটিকে বলেছি উত্থাপনের জন্য। তো অর্থ কমিটি সেটা অনুমোদন দিলে একটি সভার (১২তম সভা) আয়োজন করা হবে। এটা ইমার্জেন্সি সভাও হতে পারে। ’
সভায় ১৩৩ জন কাউন্সিলরের ভোটার তালিকা অনুমোদিত হয়েছে। সেই সঙ্গে নির্বাচন কমিশন গঠন এবং আপিল কমিশন গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১