যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার, ০৪ অক্টো ২০২৪ ০৯:১০

যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা ও প্রাণনাশের ঘটনায় দায়ের হওয়া মামলায় যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মিলন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।