১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে নভেম্বর, ২০২৫ ইং
প্রকাশিত:শনিবার, ০৫ অক্টো ২০২৪ ০২:১০
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। এতে সংগঠনটির সাবেক কোষাধ্যক্ষ মো. মাহাবুব আলম খানকে আহ্বায়ক, সাবেক সভাপতি এম বোখারী আজাদ জনিকে যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সভাপতি জুবায়ের জামিলকে সদস্যসচিব করা হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার রমনা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলায় এ কমিটি গঠন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— রাবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি রেহান উদ্দিন রাজু, সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার নিউজ এডিটর জাহেদ চৌধুরী, প্রতিষ্ঠাকালীন সহ-সাধারণ সম্পাদক বাপী মজুমদার, প্রতিষ্ঠাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক চমন আফরোজ রোজী,
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম দুলাল, সাবেক সভাপতি শফিকুল কাদির চৌধুরী, উত্তম কুমার দাস, মো. আব্দুর রাজ্জাক, কামরুজ্জামান কোরবান, সরদার এম আনিছুর রহমান, রকিব উদ্দিনসহ সাবেক ও বর্তমান দায়িত্বশীলবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১