দর্শকদের হতাশ করল ‘জোকার টু’

প্রকাশিত:সোমবার, ০৭ অক্টো ২০২৪ ০১:১০

দর্শকদের হতাশ করল ‘জোকার টু’

গত ৪ অক্টোবর মুক্তি পায় মার্কিন নির্মাতা টড ফিলিপসের বহুল জনপ্রিয় ছবি ‘জোকার’-এর দ্বিতীয় কিস্তি ‘জোকার: ফোলি আ ডিউক্স’। এর আগে ২০১৯ সালে মুক্তি পায় সিরিজের প্রথম কিস্তি। তখন ছবিটি বিশ্বব্যাপী অভাবনীয় সাড়া ফেলেছিল।

বছরের শুরু থেকেই দর্শকের আগ্রহের তুঙ্গে ছিল ‘জোকার টু’। এছাড়াও প্রচার প্রচারণায় ব্যাপকতা ছিল ছবিটির। ফলে দর্শকমনে আগ্রহ বাড়ার পাশাপাশি উত্তেজনাও বাড়ে বহুগুণ।

গত ভেনিস চলচ্চিত্র উৎসবে ১১ মিনিট স্ট্যাডিং ওভেশন পেয়েছিল সিনেমাটি। সবাই ভেবেছিলেন হলে মুক্তি পেলে আগের কিস্তির মতো দর্শকের সাড়াও পাবে অনেক।

অবশেষে গত ৪ অক্টোবর মুক্তি পায় ‘জোকার টু’। কিন্তু আকাশ সমান প্রত্যাশা জাগিয়েও ছবিটি ব্যাপক হতাশ করেছে দর্শকদের।

এবারের সিক্যুয়েলে তেমন কিছু নাকি দেখাতে পারেনি বলে দর্শকদের অভিমত ছিল। প্রশংসা হবে কি, সমালোচনাটাই বেশি। রটেন টমেটোর সাইটের এক বিশ্লেষণে সিনেমাটি মাত্র ৩৪ শতাংশ ভোট পেয়েছে সমালোচকদের কাছে।

আর দর্শকের ভোট মিলেছে ৩৯ শতাংশ। অনেকেই বলছেন, অতিরিক্ত মিউজিকের ব্যবহারই দর্শকের বিরক্তির মূল কারণ। স্ক্রিপ্টিং নিয়েও পাওয়া যায় বেশ কিছু অভিযোগ। মোদ্দাকথা, ‘জোকার’-এর সিক্যুয়েল থেকে দর্শক যা আশা করেছিলেন, তা পাননি।

গত ৪ অক্টোবর মুক্তি পায় মার্কিন নির্মাতা টড ফিলিপসের বহুল জনপ্রিয় ছবি ‘জোকার’-এর দ্বিতীয় কিস্তি ‘জোকার: ফোলি আ ডিউক্স’। এর আগে ২০১৯ সালে মুক্তি পায় সিরিজের প্রথম কিস্তি। তখন ছবিটি বিশ্বব্যাপী অভাবনীয় সাড়া ফেলেছিল।

বছরের শুরু থেকেই দর্শকের আগ্রহের তুঙ্গে ছিল ‘জোকার টু’। এছাড়াও প্রচার প্রচারণায় ব্যাপকতা ছিল ছবিটির। ফলে দর্শকমনে আগ্রহ বাড়ার পাশাপাশি উত্তেজনাও বাড়ে বহুগুণ।

গত ভেনিস চলচ্চিত্র উৎসবে ১১ মিনিট স্ট্যাডিং ওভেশন পেয়েছিল সিনেমাটি। সবাই ভেবেছিলেন হলে মুক্তি পেলে আগের কিস্তির মতো দর্শকের সাড়াও পাবে অনেক। অবশেষে গত ৪ অক্টোবর মুক্তি পায় ‘জোকার টু’। কিন্তু আকাশ সমান প্রত্যাশা জাগিয়েও ছবিটি ব্যাপক হতাশ করেছে দর্শকদের।

এবারের সিক্যুয়েলে তেমন কিছু নাকি দেখাতে পারেনি বলে দর্শকদের অভিমত ছিল। প্রশংসা হবে কি, সমালোচনাটাই বেশি। রটেন টমেটোর সাইটের এক বিশ্লেষণে সিনেমাটি মাত্র ৩৪ শতাংশ ভোট পেয়েছে সমালোচকদের কাছে।

আর দর্শকের ভোট মিলেছে ৩৯ শতাংশ। অনেকেই বলছেন, অতিরিক্ত মিউজিকের ব্যবহারই দর্শকের বিরক্তির মূল কারণ। স্ক্রিপ্টিং নিয়েও পাওয়া যায় বেশ কিছু অভিযোগ। মোদ্দাকথা, ‘জোকার’-এর সিক্যুয়েল থেকে দর্শক যা আশা করেছিলেন, তা পাননি।