প্রকল্পে কেনা সরকারি গাড়ির হিসাব চায় সরকার

প্রকাশিত:সোমবার, ০৭ অক্টো ২০২৪ ১০:১০

প্রকল্পে কেনা সরকারি গাড়ির হিসাব চায় সরকার

বিভিন্ন প্রকল্পের আওতায় কেনা বা সরকারি সব গাড়ির হিসাব চায় অন্তর্বর্তীকালীন সরকার। এ লক্ষ্যে সারা দেশে থাকা সরকারি গাড়ির হিসাব করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (০৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একনেক সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিকেল ৩টায় শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান উপদেষ্টা।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমরা দেখেছি এক কর্মকর্তা তিনটি গাড়ি ব্যবহার করেন। নিজের গাড়ি টেকে বেশি দিন, কিন্তু সরকারি গাড়ি দ্রুত নষ্ট ও অপচয় হয়। সারা দেশে কতগুলো গাড়ি আছে তার একটা হিসাব করব।

খুব শিগগিরই আমরা তথ্য জোগাড় করব। কত গাড়ি কীভাবে ব্যবহার হয়, কারা ব্যবহার করে সব হিসাব হবে। কোনো স সরকারি গাড়ি নষ্ট হলে কীভাবে ব্যবহার করা যায়, তা ক্ষতিয়ে দেখা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ