৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৮ অক্টো ২০২৪ ০২:১০
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ফেরার সময় ছেলেসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এক সপ্তাহ আগে অবৈধভাবে বাংলাদেশে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন তারা। সেখান থেকে দেশে ফেরার পথে তারা আটক হন।
আটক দুজন হলেন ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার কমলপুর থানার মানিক ভাণ্ডার এলাকার জহর লাল দাসের স্ত্রী পান্না রানী দেব (৫৪) ও তার ছেলে অভি দাস (১৮)। এ ব্যাপারে মামলা দিয়ে তাদের আখাউড়া থানায় সোপর্দ করা হচ্ছে।
দুপুরে বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এক বার্তায় উল্লেখ করেন, ফকিরমোড়া বিওপির টহল দল অভিযান চালিয়ে পান্না ও তার ছেলে অভিকে আটক করে।
তারা তোফাজ্জল হোসেন ও তৌহিদ মিয়ার সহযোগিতায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এক সপ্তাহ আগে ওপারে রামনগর থানার মানিক দাস নামে এক ব্যক্তির সহায়তায় পান্না ছেলেকে নিয়ে কিশোরগঞ্জ জেলায় তার শ্বশুরবাড়িতে এসেছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১