৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ০৯ অক্টো ২০২৪ ১২:১০
দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রভিন্সের জ্যাকবডাল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার (৭ অক্টোবর) রাতে নর্দার্নকেপ প্রভিন্সের জ্যাকবডাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাংলাদেশিরা জানান, ডেলফট টাউন থেকে ৫ জন বাংলাদেশি জ্যাকবডাল যাবার পথে একটি গ্রামীণ রাস্তায় তাদের গাড়ি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে মোহাম্মদ রানা ও আবদুল নামে দুজন মারা যান।
গুরুতর আহত অন্য ৩ জন হলেন, হলোমানিক, সুমন ও সোহাগ। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত দুজনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়। বাকিদের ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১