১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ১৩ অক্টো ২০২৪ ১০:১০
নাটোরের বড়াইগ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তোরাব আলী খাঁন নামে একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) সকালে বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের ওয়ারিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তোরাব আলী খাঁন উপজেলার গোপালপুর ইউনিয়ানের ওয়ারিশপুর গ্রামের মৃত সোলায়মান আলী খাঁনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত সামাদ আলীর ছেলে রানার সঙ্গে তোরাব আলীর একটি পুকুরের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। রোববার পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সকাল ১০টার দিকে রানার সঙ্গে তোরাব আলির কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দুই পক্ষের লোক জড়ো হলে রানার পক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তোরাব আলীর ওপর হামলা চালান।
এতে কোপালে আঘাত পেয়ে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে রাজাপুর বাজারে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১